এবার মোহনবাগানের বার্ষিক সভাতেই #RemoveATk স্লোগান উঠল

এটিকে-মোহনবাগান মরশুমের প্রথম থেকেই দুরন্ত ফর্মে রয়েছে। তবুও সোশাল মিডিয়ায় ক্ষোভের আগুন জ্বলছিল মোহনবাগান সমর্থদের মধ্যে। এবার তাঁদের প্রতিবাদ আছড়ে পড়ল ক্লাব গঙ্গা পাড়ের তাঁবুতে। শনিবার মোহনবাগান ক্লাবের বার্ষিক সভার আয়েজন করা হয়েছিল। সেখানেই #RemoveATk স্লোগান তুললেন মোহনবাগান সমর্থকদের একাংশ। ক্লাব তাঁবুর সামনেই পোস্টার লাগিয়ে দিলেন তাঁরা। মেরিনার্সদের দাবি, বিনিয়োগকারী হিসাবে এটিকে থাকতেই পারে। কিন্তু ক্লাবের নামের সঙ্গে এটিকে সংযুক্তিকরণ মানবেন না মোহনবাগানীরা। এমনকি সবুজ-মেরুণ ছাড়া খেলার মাঠে অন্য কোন রংয়ের জার্সিও মেনে নেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মোহন সমর্থকরা। এদিন কার্যত মেরিনার্সদের বিক্ষোভ সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। 

উল্লেখ্য, এটিকের সঙ্গে সংযুক্তিকরণ নিয়ে একেবারেই খুশি নন মেরিনার্সরা। তাই শতাব্দী প্রাচীন ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনতে এতদিন সোশাল মিডিয়ায় ক্যাম্পেইন চালাচ্ছিলেন মোহনবাগান সমর্থকদের একাংশ। এমনকি কলকাতার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল #RemoveATk পোস্টার ও ব্যানার। এবার সরাসরি ক্লাব তাঁবুতেই আছড়ে পড়ল প্রতিবাদের ঝড়। যদিও এখনও পর্যন্ত মোহনবাগান কর্তাদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ইস্যুতে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post