হায়দরাবাদকে হারাতে মরিয়া ‘খোঁচা খাওয়া বাঘ’ এসসি ইস্টবেঙ্গল

শুক্রবার আইএসএলে হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। প্রথম পর্বে জ্যাঁ মাঘোমা জোড়া গোল করলেও হায়দরাবাদের বিরুদ্ধে জিততে পারেনি লাল-হলুদ শিবির। কিন্তু এই ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গলকে। তবেই ফাওলারের দলের প্লে অফে ওঠার আশা থাকবে। অপরদিকে হায়দরাবাদ এদিনের ম্যাচ জিতলেই শেষ চারে নিশ্চিত হয়ে যাবে। গত ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে জয় কিছুটা হলেও অক্সিজেন দিয়েছে ফাওলারের ছেলেদের। 

বিশেষজ্ঞদের মতে জামশেদপুরের থেকে বেশ শক্তিশালী দল হায়দরাবাদ এফসি। ফলে এই ম্যাচে জয় নিয়ে আশাবাদী নন তাঁরা। ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে মানোলা মার্কোজের দল। অন্যদিকে শেষ পাঁচ ম্যাচে তিন গোল করলেও, পাঁচ গোল হজম করতে হয়েছে ড্যানি ফক্সদের। ফলে হায়দরাবাদের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে লাল হলুদ ডিফেন্স। লাল-হলুদের সহাকরী কোচ টনি গ্র্যান্ট রক্ষনের ওপর জোড় দিয়ে দল সাজাচ্ছেন বলেই জানা যাচ্ছে। কারণ নির্বাসিত ফাওলার এদিনের ম্যাচেও ডাগ আউটে থাকবেন না। অপরদিকে হায়দরবাদের বিদেশি ফুটবলারদের সঙ্গে দেশীয় ফুটবলাররাও ভালো খেলছেন। ফলে প্রতিপক্ষ দলকে নিয়ে বেশ চিন্তিত টনি গ্র্যান্ট। যদিও ডার্বির আগের ম্যাচ জিততে মরিয়া লাল-হলুদ শিবির।




Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post