আরও ২ ডিগ্রি নামল পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একদিনেই নামল ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আগামী দু’ দিনে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। ফেব্রুয়ারির গোড়া থেকেই শীত বেশ জাঁকিয়ে। সরস্বতী পুজো পর্যন্ত এমনই ঠান্ডা থাকবে বলে পূর্বাভাস। শেষ মাঘে এমন ঠান্ডা উপভোগ করছেন রাজ্যবাসী। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫. ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস নীচে। তার আগের দিন রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। তবে শীত কবে যাবে তার পূর্বাভাস এখনও পাওয়া যায়নি।
Post a Comment
Thank You for your important feedback