নির্বাচনের দিন ঘোষিত হয়ে গেলেই দ্রুত প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেটা সকলের আগেই। কিন্তু নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর ৪৮ ঘন্টা কেটে যাওয়ার পরও নজীরবিহীনভাবে এখনও কোনও প্রার্থী তালিকা ঘোষণা করেননি তৃণমূল নেত্রী। অনেকেই যুক্তি দিচ্ছেন দলে অনেক ভাঙ্গনের পর প্রার্থীপদ নিয়ে সমস্যা হচ্ছে। কিন্তু সেসব কিছুই নয় বলেই এই সমালোচনা আমল দিচ্ছেন না তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ প্রথম তালিকা প্রকাশিত হবে বলে শোনা যাচ্ছে। এবারই প্রথা ভেঙে ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল নেত্রী।
এবারই প্রথম ব্যতিক্রম হবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবারে ধাপে ধাপে তালিকা প্রকাশিত হবে অর্থাৎ প্রথমে ৩০ টি আসন ঘোষিত হতে পারে। দাবিদার অনেক হলেও তৃণমূলের ভোট উপদেষ্টা প্রশান্ত কিশোর (পিকে) কয়েকটি তালিকা নাকি তৈরি করেছেন। এর মধ্যে এলাকার জন্য কাজ করে সুনাম অর্জন করেছেন যারা তাদের নিয়েই লিস্ট তৈরি হচ্ছে। আগেই বিভিন্ন সূত্র মারফৎ জানা যাচ্ছিল এবারে অনেক বিদায়ী বিধায়ক টিকিট পাচ্ছেন না। তাঁদের জায়গায় আসবে নতুন মুখ। টলিউড ও ক্রীড়াক্ষেত্রের বহু নক্ষত্র টিকিট পেতে পারেন। ফলে রাজনৈতিক মহল ধরেই নিচ্ছেন, তৃণমূলের অন্দরেই ‘খেলা হবে’|
জয়শ্রী রাম
ReplyDeletePost a Comment
Thank You for your important feedback