এমনিতেই ‘খেলা হবে’ স্লোগান বঙ্গ রাজনীতিতে এখন তুমুল জনপ্রিয়। বাংলার সমস্ত রাজনৈতিক দলই এই দুটি শব্দকে নিজেদের মতো করে ব্যবহার করছে। এবার নতুন এক খেলার কথা শোনালেন ভাঙড়ের এক তৃণমূল নেতা। মোদাস্সার হোসেন, তিনি ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি ভাঙড়ের ভোগালি ২ নং পঞ্চায়েত সমিতির সদস্য। শনিবার তাঁর দেওয়া ভাষণের কয়েকটি অংশ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে শোনা যাচ্ছে আরাবুলকে পাশে বসিয়েই ওই তৃণমূল নেতা বলছেন, ‘বাহিনী থাকবে বুথে, ক্যাম্পে। আর মাঠে খেলবে আমাদের ছেলেরা’। আপাতত এই মন্তব্য নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি।
উল্লেখ্য, শনিবারই ভাঙড়ে পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিকেলের পর তাঁরা রুটমার্চও শুরু করে। এরপরই ভোগালি ২ নং পঞ্চায়েত সমিতির সদস্য মোদাস্সার হোসেন এক সভায় বক্তব্য রাখেন। মঞ্চে তাঁর পাশেই বসেছিলেন আরাবুল ইসলাম। মোদাস্সার বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী যতই আসুক, তারা থাকবে বুথে, ক্যাম্পে। খেলা হবে বাইরে। মাঠে থাকবে আমাদের ছেলেরা’। তাঁকে এমনও বলতে শোনা যায়, ‘এবার বিরোধীশূন্য ভোট হবে। তৃণমূল ছাড়া কেউ কোনও ভোটই পাবে না। তৃণমূলই বুথে ভোট করাবে’। পুরো বিষয় নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হলেও এটাকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, উনি (মোদাস্সার) হয়তো বোঝাতে ভুল করেছেন। আসলে আমরা (তৃণমূল) মানুষের ১০০ শতাংশ ভোটই চাই। ফলে ভোটের মুখে দলীয় কর্মীদের চাঙা করতে নেতারা নানা ধরণের কথা বলে থাকেন। তবে এক্ষেত্রে একটু সংযত হয়েই বলা উচিৎ ছিল বলেই মন্তব্য কুণাল ঘোষের।
Post a Comment
Thank You for your important feedback