ফের একবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল। সেই সঙ্গে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠে গেল। কারণ পরীক্ষার আগেই জানা গেল, প্রশ্নপত্রই খোয়া গিয়েছে। ফলে শেষমুহূর্তে বাতিল করতে হল সঙ্গীতভবনের পরীক্ষা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই ছিল সঙ্গীতভবনের স্নাতক স্তরের পরীক্ষা।
নাচ ও গানের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার জানা যায়, পরীক্ষার প্রশ্নপত্র উধাও। এরপরই শুরু হয়ে যায় শোরগোল। অনেক খোঁজাখুঁজি করেও প্রশ্নপত্র পাওয়া না যাওয়ায় শান্তিনিকেতন থানায় খবর দেওয়া হয়। তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কিভাবে এই প্রশ্নপত্র খোয়া গেল সেটা নিয়েই ধন্দে কর্তৃপক্ষ।
Post a Comment
Thank You for your important feedback