বিজেপি সহ বিরোধী দলগুলি বারবারই দাবি তুলছিলেন পেট্রল-ডিজেলের ওপর থেকে সেস কমিয়ে দিক রাজ্য সরকার। তাহলেই কিছুটা দাম কমবে জ্বালানির। কেন্দ্রের বিজেপি সরকার এবং বিরোধী দলগুলিকে এবার পাল্টা চাপ দিতে পেট্রল-ডিজেলের ওপর এক টাকা সেস ছাড় দিল রাজ্য সরকার। রবিবার এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে রাজ্যের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি জানান, ‘কেন্দ্রীয় সরকারের কোনও সিদ্ধান্তের সঙ্গে মানবিকতার কোনও যোগাযোগ নেই। কিন্তু আমাদের হাতে সে ভাবে টাকা নেই, তা সত্ত্বেও আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে পেট্রল ও ডিজেলের প্রতি লিটারে এক টাকা করে কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন’।
তিনি আরও জানিয়েছেন, ‘আগামী ২২ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার মধ্যরাত থেকে
রাজ্যে জ্বালানির দাম ১ টাকা করে কমবে। আমরা জানি এক টাকা খুবই কম। কিন্তু
তাও আমরা সাধারণ মানুষকে সুরাহা দিতে চাই। কৃষকরা চাষের জন্য ডিজেল ব্যবহার
করেন। এই এক টাকা কমানোর ফলে চাষের ক্ষেত্রে যদি একটু লাভ হয় তাহলেই আমরা
খুশি’। অর্থমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সরকার প্রতি লিটার পেট্রলে ৩২.৯০
টাকা কর এবং সেস নেয়। আবার প্রতি লিটার ডিজেলে ৩১.৮০ টাকা কর ও সেস নেয়
কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে রাজ্যের কর এবং সেস যথাক্রমে লিটার প্রতি
১৮.৪৬ টাকা এবং ১২.৫৭ টাকা করে। এই পরিসংখ্যান দিয়ে অমিত মিত্র বলেন,
কেন্দ্রীয় সরকার পেট্রল ডিজেল থেকে বিপুল পরিমাণ কর বাবদ আয় করলেও, দেশের
মানুষের জন্য কোনও ছাড় দেয় না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আয়ের অল্প
পরিমাণ থেকেও রাজ্যের মানুষকে সুরাহা দিতে চলেছেন।
Post a Comment
Thank You for your important feedback