ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। মঙ্গলবার জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ৩৫ পয়সা করে বাড়ানো হয়েছে। দিল্লিতে ৮৭ টাকা ৩০ টাকায় উঠেছে পেট্রাল, মুম্বইয়ে ৯৩ টাকা ৮৩ পয়সায়। কলকাতায় পেট্রোল ৮৮ টাকা ৫৮ পয়সা হয়েছে। সোমবার তা ছিল লিটারে ৮৮ টাকা ২৪ পয়সা। ডিজেল হয়েছে ৮১ টাকা ১ পয়সা। রাজধানীতে ডিজেল লিটারে হয়েছে ৭৭ টাকা ৪৮ পয়সা লিটারে। সব রেকর্ড ভেঙে মুম্বইয়ে ডিজেল হয়েছে লিটারে ৮৪ টাকা ৩৬ পয়সা। গত ৫ ফেব্রুয়ারি ডিজেল-পেট্রোল বেড়েছিল লিটারে ৩০ পয়সা করে। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বেড়েছে। করোনার মন্দার পর বাজারে দেখা যাচ্ছে তেজিভাব। একদিকে সৌদি আরবের উৎপাদন কমিয়ে দেওয়া ও চাহিদা-যোগানের তারতম্যের জন্য দাম বেড়ে যাচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback