হিন্দি ছবিতে রাজ্ করেছেন প্রধানত পাঞ্জাবি অভিনেতারা | আবার অভিনেত্রীদের মধ্যে নাম করেছেন দক্ষিণ ভারতীয়রা | এদের মাঝে বাঙালি আর মারাঠিরা কোনও সময়ে ঢুকে পড়েছিলেন | কিন্তু ব্যতিক্রম হয়েছে খুবই কম | সিকিমের ছেলে ড্যানি ডেনজংপা, আবেগের বসে চলে এসেছিলেন বলিউডে | কিন্তু ঐরকম মঙ্গোলিয়ান চেহারার ছেলেকে ছবিতে সুযোগ দিতে চান নি কেউই | দুয়ারে দুয়ারে ঘুরে বেড়িয়েছিলেন কিন্তু হতাশ হতে হয়েছিল বারবার | অবশেষে তাঁকে সুযোগ দেন গুলজার | মেরে আপনে ছবিতে এক পাড়ার মস্তানের গ্রূপের ছেলের চরিত্র | কিন্তু চরিত্রটা ছোট হলেও শেড ছিল খুব ফলে নজরে চলে আসে ড্যানি |
কিন্তু ড্যানির ওই চেহারাতে নায়কের চরিত্র করা যাবে না জেনেই চরিত্রাভিনয়ে জোর দেন তিনি | পুনার একটা ডিগ্রি তাঁকে সাহায্য করেছিল খুব | ১৯৭৩ এ বি আর চোপড়ার "ধুন্দ" ছবিতে কাজ পান তিনি | এক সাইকো আর্মি অফিসার যিনি নিজের পা হারিয়ে নির্মম নিষ্ঠুর হয়েছিলেন | খুবই কঠিন চরিত্র, দুর্দান্ত অভিনয়ে করে মুম্বাইয়ের বাজারে নিজেকে প্রতিষ্ঠা করেন ড্যানি | আজ এত যুগ বাদেও ভিলেনের চরিত্র থেকে বয়স্ক চরিত্রে অভিনয়ে চালিয়ে যাচ্ছেন |
Post a Comment
Thank You for your important feedback