নবান্নের দখলে কোমর বেঁধে নামতে চলেছে বঙ্গ বিজেপি। ভোট ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই, এবার রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা চুরান্ত করতে ব্যস্ত। এই পরিস্থিতিতে ২ ও ৩ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দুদিনের কলকাতা সফরে আসার কথা ছিল। বিজেপি সূত্রে খবর, শেষ মুহূর্তে তাঁর সফর বাতিল করা হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে কলকাতায় ব্রিগেডে জনসভার দিকেই ফোকাস করছে বঙ্গ বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই সভার প্রধান বক্তা। তাই ওই সভা সফল করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে বঙ্গ বিজেপি। অমিত শাহ নিজেই এই নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, অমিত শাহ নিজেই সফর বাতিল করেছেন। তবে এটা বাতিল বলতে নারাজ বিজেপি নেতারা। তাঁদের কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত হয়েছে, ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভার পর তিনি ফের আসবেন রাজ্যে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘আসন্ন ৭ মার্চ ব্রিগেড সভাকে ঐতিহাসিক করাই আমাদের লক্ষ্য। তাঁর আগে কোনও বড় কর্মসূচি করতে চাইছেন না অমিত জি। তাই এই সপ্তাহে আর তিনি আসবেন না। ৭ মার্চের পরে তিনি আসবেন বলে কথা দিয়েছেন’। উল্লেখ্য, এর আগেও একবার অমিত শাহর কর্মসূচি বাতিল হয়েছিল গত জানুয়ারিতে। সেবার অবশ্য দিল্লির ইজরায়েলি দূতাবাসে বিস্ফোরণের জন্যই সফর বাতিল হয়েছিল।
Post a Comment
Thank You for your important feedback