এবার তোলাবাজির অভিযোগে নাম উঠল মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধেই। তাঁর বিরুদ্ধে ১০০ কোটি তোলাবাজির অভিযোগ আনলেন প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং। তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখে এই অভিযোগ জানান। উল্লেখ্য, মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি রাখার তদন্তে ত্রুটির জেরেই পরমবীর সিংকে পদ থেকে সরিয়ে দেয় মহারাষ্ট্র সরকার। কিন্তু তিনি আম্বানির বাড়িতে বোমা রাখার অভিযোগ যার বিরুদ্ধে উঠেছিল সেই শচিন ওয়াজকে সামনে রেখেই অনিল দেশমুখ তোলাবাজি করতেন বলে অভিযোগ তুললেন।
তিনি দাবি করেন মাসে ১০০ কোটি টাকার তোলাবাজি চলছে। হোটেল, রেস্তোরা থেকে শুরু করে একাধিক জায়গা থেকে এই তোলাবাজির কাজ চলত। পরমবীরের দাবি, ওই টাকা তোলার জন্য মুম্বইয়ের ১,৭৫০টি পানশালা, রেস্তোরাঁ অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নিশানা করা হয়েছিল। আর এই কাজে সামনের সারিতে রাখা হয়েছিল এনকাউন্টার স্পেশালিষ্ট শচিন ওয়াজকে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন তোলাবাজির অভিযোগ সামনে আসতেই তাঁর পদত্যাগের দাবিতে সরব হলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফরনবীশ। শিবসেনা সরকারকে বিঁধতে আসরে নেমেছে বিজেপি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী উদ্ধাব ঠাকরে চিঠির সত্যতা খতিয়ে দেখছেন। এমনকি এও জানা যাচ্ছে অনিল দেশমুখকে পদত্যাগ করার কথা বলতে পারে শিবসেনা।
Post a Comment
Thank You for your important feedback