সোমবার পূর্ব বর্ধমানে বোমা বিস্ফোরণে শিশু মৃত্যুর পর বিজেপির দাবি এই বোমার লক্ষ্য ছিল বিজেপি কর্মীরা। এবং কীর্তি ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরাই। এতদিন তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে বিজেপি নেতারা এমনকি প্রধানমন্ত্রী মোদিও ব্যঙ্গ করেছিলেন। কিন্তু বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের পর নড়েচড়ে বসেছে বিজেপি নেতৃত্ব। আজ নির্বাচন কমিশনের অফিসে এই বিষয়ে নালিশ জানাতে উপস্থিত হয়েছিলেন নব্য বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে প্রচার মাধ্যমকে বলেন, খেলা হবে বলে সন্ত্রাস করছে তৃণমূল। তাঁর ইঙ্গিত যে এটি কার্যত একটি হুমকি। তিনি নির্বাচন কমিশনকে অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।
অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী এবং টালিগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বলেন, ‘খেলা হবে’ স্লোগান আসলে হুমকি। এদিন তিনি টালিগঞ্জের মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন। এদিনও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। পরে বাবুল জানান, জানান মমতা পারেন এমন করতে অর্থাৎ খেলার নামে গুন্ডামি করছে তৃণমূল। এই বিষয়ে অবশ্য রাজ্যের বিদায়ী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মাছি তাড়াবার ভঙ্গিতে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন যাবতীয় অভিযোগ।
Post a Comment
Thank You for your important feedback