সিরাম কম টিকা দেওয়ায় হতাশ ব্রিটেনবাসী





 

 

দেশ-বিদেশে শুরু হয়ে গেছে করোনা টিকাকরণ। অন্যদিকে টিকার ভান্ডার কম থাকায় ব্রিটেনে হচ্ছেনা টিকাকরণ।  অক্সফোর্ড-অ্যাস্ট্রাজ়নেকা জুটির তৈরি প্রতিষেধক চ্যাডক্স-১ এর একটি বড় অংশ সরবরাহ করছে ভারতীয় টিকা প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট। ব্রিটেন জানিয়েছে, ভারতীয় সংস্থাটি প্রত্যাশা মতো প্রতিষেধক সরবরাহ করতে না-পারায় এই পরিস্থিতি। বাধ্য হয়ে টিকাকরণের গতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন সরকার। এও শোনা যাচ্ছে, এপ্রিলে ভারত সফরে গিয়ে এই  বিষয়ে পুণের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে আলোচনায় বসতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। টিকাকরণের গতি কমানোর কারণে হতাশ হয়েছে ব্রিটেনবাসী। ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ৪২ লক্ষ ৭৪ হাজার করোনায় আক্রান্ত। যদিও ব্রিটেনে এই নয়া স্ট্রেনের দাপট বাড়ার পরও কিছুটা ভরসা জোগাচ্ছিল এই টিকা।তবে ফের দুশ্চিন্তার মুখে ব্রিটেনের প্রশাসন। ব্রিটেনে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন, আগামী জুলাই এমাসেই প্রাপ্ত বয়স্কদের প্রথম ডোজ দেওয়ার কথা। এদিকে এপ্রিল মাসে ভারত সফরে এসে বরিস পুনের সিরাম ইন্সিটিউটের সঙ্গে একটি বৈঠক করবেন। আশা করা যায়, কিছুটা সুরাহা মিলবে।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post