জেট গতিতে বাড়ছে করোনা


২০২০ কে অনেক পিছনে ফেলে রোজ করোনা সংক্রমণ বাড়ছে এবং ভয়ঙ্কর দ্রুত গতিতে | বিশেষজ্ঞদের কপালে ভাঁজ পরে গিয়েছে, প্রশ্ন উঠে গিয়েছে এটি কি লন্ডনের সেই দ্রুত সংক্রামক করোনা ? সম্ভাবনা সেই দিকেই যাচ্ছে | সেই দিকেই যাচ্ছে বলে বসে নেই কেউই কিন্তু দীর্ঘ করোনা আবহে মানুষ অনেকটা বেপরোয়া হয়ে গিয়েছে | যে যে রাজ্যে ভোট তাদের সংকটতো সবচেয়ে বেশি | মিছিল মিটিং ইত্যাদিতে যে ভাবে ভিড় হচ্ছে তাতে কোনও সতর্ক বার্তা দিচ্ছে না কেউই |

গত ২৪ ঘন্টায় সংক্রামিত হয়েছে ৪৭,২৬২ জন, যে ক্ষেত্রে আগের দিন সংক্রামিত হয়েছিল ৪০,৭১৫ অর্থাৎ ৬ হাজারেরও বেশি | মৃত্যু ছিল সোমবার ১৯৯ জন মঙ্গলবার সেটাই দাঁড়ালো ২৭৫ অর্থাৎ এটাও বেশি | চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে | আগেরবার মুম্বাইতে 'ধারাভি' থেকে ছড়িয়েছিলো সারা মহারাষ্ট্রে কিন্তু খবরে প্রকাশ এবারে ফ্ল্যাট বাড়িগুলোতে সংক্রমণ হচ্ছে বেশি | লোকাল ট্রেন থেকে অফিস চেন-এ ছড়িয়েছে | বাংলাতেও তাই | যথারীতি উত্তর ২৪ পরগনার অবস্থান খারাপ | ভোটার আগে মোদি বা মমতা একবারও মঞ্চ থেকে মাস্ক পড়ার অনুরোধ করছেন কি ?

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post