২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিলের ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী পুরোনো নোট বাতিল করে অর্থবিপ্লব আনবেন এবং নতুন নোট ছাপা হয়েছিল। ২০০০, ৫০০, ২০০ ইত্যাদি নোট ছাপা হয়েছিল। কিন্তু নামমাত্র জাল নোট ধরা পড়েছিল, ব্ল্যাক মার্কেটকেও ধরা যায়নি। কিন্তু আজ মোদি আমলে ২০০০ টাকার জাল নোটে বাজার ছেয়ে গিয়েছে। অর্থ দফতরের খবর, গত দু’বছর ধরে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু নতুন নোট জাল হল কি করে? উঠেছে প্রশ্ন। এর সঠিক উত্তর পাওয়া যায়নি কিন্তু এ বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মুখ না খুললেও, জবাবদিহি করেছেন প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।
অনুরাগ জানিয়েছেন, গত দু’বছর নানান সমস্যার জন্য ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করা হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী লিখিত ভাবে জানিয়েছেন, ছাপা হয়েছিল ২,৩৬২ মিলিয়ন নোট কিন্তু বাজারে ঘুরছে ২,৪৯৯ মিলিয়ন ২০০০ টাকার নোট। তিনি আরও বলেছেন, ২০১৮ সালে ২.৬১ লক্ষ এবং ২০১৯ সালে ২.১৯ লক্ষ জাল নোট ধরা পড়েছিল। কিন্তু কোভিড কালে ২০২০ সালে দেশে প্রায় ৮.৩৪ লক্ষ জাল নোট ধরা পরেছে। ফলে আম জনতার মধ্যে এখন ২০০০ টাকার নোট ব্যবহারে আশঙ্কা প্রকাশ করছেন।
Post a Comment
Thank You for your important feedback