সমলিঙ্গের বিয়ে নিয়ে এবার ঐতিহাসিক রায় দিল জাপানের এক আদালত। সমকামী বিয়ে 'অসাংবিধানিক' নয় তা স্পষ্ট জানিয়ে দিল জাপানের এক বিশেষ আদালত। এতদিন জাপান কোনওভাবে এই সমকামী বিয়ের স্বীকৃতি দেয়নি। এরপর জাপানের এক বিশেষ আদালত এই আইনের স্বীকৃতি দল। ওই দেশের সমকামী আন্দোলনকারীরা জানায় এই রায় অনেকগুলি নজির গড়বে। যদিও এশিয়ায় প্রথম দেশ হিসেবে তাইওয়ান এই আইন চালু করে। প্রসঙ্গত, ২০১৯ সালে তাইওয়ানে সমলিঙ্গের বিয়েতে সিলমোহর দেওয়া হয়। কিন্তু বর্তমান আইন অনুযায়ী জাপানে এখনও স্বীকৃত নয় এই ধরনের সম্পর্ক। এমনকী, সমকামী দম্পতিদের বাড়ি ভাড়া নেওয়া কিংবা কোনও সন্তানের অভিভাবকত্ব দাবি করারও আইন নেই। তবে বিভিন্ন পুরসভা থেকে পার্টনারশিপ সার্টিফিকেটের মাধ্যমে তাঁরা বাড়ি ভাড়া করতে পারেন। সমকামী এক দম্পতি পরস্পর দুজন ভালোবেসে বিয়ে না করতে পারে জাপানের স্যাপোরো জেলা আদালতে দ্বারস্থ হয়। শেষমেষ এই আইনের স্বীকৃতিকে কুর্নিশ জন্য জাপানবাসীরা।
Post a Comment
Thank You for your important feedback