পামেলাকাণ্ডে কলকাতা পুলিশ আরও একজনকে গ্রেফতার করল। রবিবার রাতে সূরযকুমার সাউ নামে একজনকে কলকাতার অরফ্যানগঞ্জ রোড থেকে গ্রেফতার করা হয়েছে মাদক মামলায়। সেই সঙ্গে একটি স্কুটিও আটক করেছে পুলিশ। নিউ আলিপুরে বিজেপি নেত্রী পামেলা গোস্বামী গ্রেফতার হওয়ার সময় এই সূরযের স্কুটিতেই চড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অমৃত সিং নামে এক ব্যক্তি। যিনি বিজেপি নেতা রাকেশ সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই জানতে পেরেছে পুলিশ। এই মামলায় অমৃত সিং নামে ওই ব্যক্তিকেও খুঁজছে পুলিশ।
তদন্তকারীদের দাবি, এই মামলায় অমৃতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পামেলাকে গ্রেফতারের সময় অমৃতের সঙ্গে ছিলেন সূরয। এখন পুলিশ ওই স্কুটি করেই কোকেন আনা হয়েছিল কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পামেলা জেরায় জানিয়েছেন, তাঁর ব্যাগে মাদক (কোকেন) রাখা হয়েছিল, কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাদক রেখেছিল। তাঁর অভিযোগ ছিল সরাসরি বিজেপি নেতা রাকেশ সিংয়ের দিকে। রাকেশকেও গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এবার আরও একজন ধরা পরল এই মামলা। আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে জেরা করছে পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback