সারদা কাণ্ডের তদন্তে ফের নোটিস দিয়ে ডেকে পাঠানো হয়েছিল চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে। সেইমতো সোমবার সকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি দফতরে হাজিরা দিলেন শুভাপ্রসন্ন। যদিও একই সঙ্গে ইডি-র তরফে নোটিস পাঠানো হয়েছিল তৃণমূল নেতা সমীর চক্রবর্তী কেও। গত ১২ মার্চ এই একই মামলায় ইডির তরফে ডেকে পাঠ্য হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকারকে। ইডি সূত্রের খবর, সারদা মামলার তদন্ত প্রায় শেষের মুখে। এদিন শুভাপ্রসন্ন ইডি দফতরে ঢোকার মুখে জানান তাঁকে কিছু কাগজপত্র সহ ডেকে পাঠিয়েছিল ইডি। আমি আমার আয়কর রিটার্ন ও আধার কার্ডের নথি জমা করতে এসেছি।
অপরদিকে শুভাপ্রসন্ন ইডি-র দফতরে হাজির হলেও হাজিরা এড়ালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, তিনি ই মেল করে সিবিআইকে জানিয়েছেন, বর্তমানে নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় তিনি সিবিআই দফতরে যেতে পারছেন না। ভোট পর্ব মিটলে তিনি যোগাযোগ করবেন। উল্লেখ্য, বেহালা-পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি তৃণমূলের মহাসচিব হিসেবে তিনি দলের হয়ে ভোট পরিচালনায় ব্যস্ত রয়েছেন। তাই এখনই সিবিআইয়ের ডাকে সাড়া দিতে পারছেন না পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, আইকোর চিটফান্ড মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
Post a Comment
Thank You for your important feedback