গুজবে কমলো গ্যাসের দাম


নির্বাচনের আগে নানান গুজবে ভরপুর বাংলা। গতকাল হটাৎ রটে গেল গ্যাসের দাম কমেছে। এবং সেটা একধাপে ১৯০ টাকা কমেছে। গত দুই মাস ধরে সারা ভারতে ক্রমান্বয়ে দাম বেড়েছে রান্নার গ্যাসের দাম। এই মুহূর্তে দাম ৮৪৫ টাকা। অর্থাৎ দাম কমে এখন মানুষ পরিষেবা পাবে ৬৫৫ টাকায় | রাত থেকেই আল্হাদিত আম জনতা | অনেকেরই হা হুতাশ " ইস দু দিন আগেই গ্যাস নিলাম, পুরোনো সিলিন্ডারে আরো ৭ দিনের মতো স্টক ছিল" ইত্যাদি। রাতভর সোশ্যাল নেট সরগরম। কেউ লিখছে " দেখলে এই হচ্ছে সরকার"। আবার বিপরীত দলও পোস্ট ছাড়তে শুরু করেছে" দিদির আন্দোলনে কমলো দাম "।

কিন্তু সকালে উঠেই টিভি বা খবরের কাগজে দাম কমার কোনো লক্ষণ নেই। এই বিষয়ে CN পোর্টাল কথা বলেছিলো একটি গ্যাস এজেন্সির সাথে। কর্ণধার এস. মহান্তি ফোন পেয়েই টেলি বেগুনে জ্বলে উঠলেন, বললেন " কি ব্যাপার বলুন তো দাদা, কাল রাত থেকে হাজারের উপর ফোন, সবারই প্রশ্ন কত কমালেন? করা গুজব রটাচ্ছে?" দাম যথাপূর্বং। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post