ডাবের জলে শুভেন্দু

 
 


 রাজনৈতিক নেতাদের সাধারণত চায়ের নেশা থাকে। আজকাল বেশির ভাগই লিকার চা চিনি ছাড়াই খেয়ে থাকেন। সুগার  না থাকলেও এটাই পান করেন বেশিরভাগ। শুভেন্দুর জীবনযাত্রা একেবারেই অন্য রকম। ছেলেবেলায় একবার সন্ন্যাসী হয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পরে বাড়ির চাপে মত বদলেছিলেন। পোশাক আশাকের বিষয়ে, সাদা পাজামা পাঞ্জাবি ও কালো জুতো পরে থাকেন সাধারণত। দল পাল্টানোর পর সর্বদা গেরুয়া উত্তরীয় গলায় ঝোলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।
খাওয়া দাওয়ার বিষয়েও খুব সাদামাটা তিনি। যদিও পিতা শিশির অধিকারী খাওয়াতে ভালোবাসেন। তাঁদের বাড়িতে গেলে কিছু না হোক ডাবের জল পাবেই অতিথিরা। শুভেন্দু অধিকারীর প্রিয় ডাবের জল। সঙ্গে সর্বদা ডাব থাকবেই, যেখানেই যান না কেন। এবং ব্যতিক্রম তিনিই, যিনি রাতেও ডাবের জল খেয়ে থাকেন। শুভেন্দুর অন্য কোনও নেশা নেই। চা না খেলেও চলে, কিন্তু ডাব মাস্ট।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post