১২ মার্চ নন্দীগ্রামে মনোনয়ন শুভেন্দুর, থাকবেন একাধিক হেভিওয়েট

একুশের নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম। এই কেন্দ্রেই এবার শাসকদল ও প্রধান বিরোধী দলের দুই হেভিওয়েট প্রার্থী মুখোমুখী। একজন তৃণমূল সুপ্রিমো তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অন্যজন তাঁরই দীর্ঘদিনের সঙ্গী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাই এবারের বাংলার ভোটে এটাই সবচেয়ে বড় লড়াই বলে মনে করছেন রাজ্যবাসী। এই পরিস্থিতিতে আগামী ১২ মার্চ মনোনয়ন পেশ করতে পারেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর, ওই দিন শুভেন্দুর সঙ্গে থাকতে পারেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধান থাকতে পারেন শুভেন্দুর সঙ্গে। মিঠুন চক্রবর্তীও থআকতে পারেন। অপরদিকে, আগামী শিবরাত্রীর দিন মনোনয়ন পেশ করতে পারেন তৃণমূল নেত্রী। সবমিলিয়ে উত্তেজনা চরমে নন্দীগ্রামে। ইতিমধ্যেই নন্দীগ্রামের দেওয়ালে দেওয়ালে দুই হেভিওয়েট প্রার্থীর নাম লেখা চলছে। প্রচারও চলছে দুই দলের। তৃণমূল নেত্রী এখানে আসবেন বলে স্থানীয় নেতৃত্ব ইতিমধ্যেই চারটি বাড়ি ভাড়া নিয়ে ফেলেছেন। এরমধ্যে একটি বাড়িতে নেত্রী সয়ং থাকবেন, অন্য একটিতে তাঁর নির্বাচনী কার্যালয় হবে। বাকি দুটি বাড়িতে কলকাতা থেকে নন্দীগ্রামে প্রচারে যাওয়া হেভিওয়েট নেতা-নেত্রী এবং সেলিব্রেটিরা থাকবেন।

 

1 Comments

Thank You for your important feedback

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post