ব্রিগেডের কলকাতায় আরও বাড়লো তাপমাত্রার পারদ

ভোটমুখী পশ্চিমবঙ্গে রবিবার উত্তর থেকে দক্ষিণে দিনভর হাই প্রোফাইল জনসভা। একদিকে কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভাঅন্যদিকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিলিন্ডার মিছিল। এই আবহেই কলকাতা সহ রাজ্যে বাড়ছে তাপমাত্রার পারদ। শুধু রাজনৈতিক উত্তাপই নয়, আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে আবহাওয়াও উত্তপ্ত হচ্ছে। রবিবারও শহর কলকাতার তাপমাত্রা বাড়ল ৪ ডিগ্রি সেলসিয়াস। ফাল্গুন শেষ না হতেই তাপমাত্রা বাড়ছে অনেকটাই। শনিবারের থেকেও তাপমাত্রা ছাড়িয়ে গেল রবিবারে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 

 

অন্যদিকে রবিবারের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.৩ ডিগ্রি সেলসিয়াস।  বছরের তৃতীয় মাসে অস্বাভাবিক গরমের জেরবার মানুষ। গরমে একেবারে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। কলকাতায় বেলা বাড়লে বাড়বে তাপমাত্রা জানাল আলিপুর আবহাওয়া দফতর। সকালের দিকে হালকা কুয়াশা ছিল কলকাতা ও শহরতলির একাধিক এলাকায়। যার জেরে কিছুটা ঠান্ডার রেশ বজায় ছিল। তবে এখনই  কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তাপমাত্রার বাড়ার সাথে  গরমে এবার নাস্তানাবুদ হয়ে পড়বে  সাধারণ মানুষ।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post