উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন তীর্থ সিং রাওয়াত। বুধবার বিকেলেই তিনি শপথ নেবেন বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, গতকালই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত ইস্তফা দিয়েছিলেন। তাঁর জায়গায় পৌড়ি গাড়ওয়ালের বিজেপি সাংসদ তীর্থ সিং রাওয়াতকেই বেছে নিলেন ওই রাজ্যের বিজেপির বিধায়করা। বুধবার সকালেই দেরাদুনে বিজেপির সদর দফতরে বৈঠকে বসেন বিজেপি বিধায়করা। সেখানে ছিলেন, বিজেপির একাধিক শীর্ষ নেতা। সূত্রের খবর, উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রীর দৌঁড়ে এগিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। কিন্তু শেষপর্যন্ত ভাগ্যের শিঁকে ছিঁড়ল তীর্থ সিং রাওয়াতের কপালে।
আর তাঁর নাম ঘোষণা হতেই তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘গাড়ওয়ালের ছোটো একটি গ্রাম থেকে উঠে আসা দলের একজন সামান্য কর্মীর উপর ভরসা রেখেছে দল। আমি কখনও কল্পনা করতে পারিনি যে আমি এখানে পৌঁছতে পারব। সব মানুষের আশা পূরণের চেষ্টা করব এবং গত চার বছর যে কাজ হয়েছে, তাকে আরও এগিয়ে নিয়ে যাব’। উল্লেখ্য, আগামী বছরেই উত্তরাখণ্ডে বিধানসভা ভোট। দলেরই একাংশের বিদ্রোহের মুখে পড়ে পদত্যাগ করতে হয় ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে। ২৪ ঘন্টার মধ্যেই ওই রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী বেছে নিল বিজেপি।
Post a Comment
Thank You for your important feedback