সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন। এরমধ্যেই সারদাকাণ্ডে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষকে ডেকেছিল ইডি। সেইমতো সকাল ১১টার কিছু আগেই কুণালবাবু ইডি-র দফতরে পৌঁছে যান। তাঁকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। প্রসঙ্গত সারদাকাণ্ডের জেরে কুণাল ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় ৩৪ মাস জেলে থাকার পর তিনি জামিন পেয়েছিলেন। এখনও কিন্তু সারদা তদন্ত শেষ হয়নি। এরমধ্যে বহুবার সারদা মামলায় কুণালকে জেরা করেছে সিবিআই এবং ইডি।
এদিন সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ঢোকার আগে কুণাল ঘোষ জানান, ২০১৩ সাল থেকে এই সারদাকাণ্ডের তদন্ত চলছে। এর আগেও ইডিকে নানা নথিপত্র দিয়ে সাহায্য করেছি। এখনও নিশ্চিত করছি যতটুকু সাহায্য করার তা অবশ্যই করব। তিনি পরিস্কার করে জানিয়ে দিয়েছেন, ‘যতবার চাইবে ততবার এসে হাজিরা দেব। হাজারবার দেব’। তবে ইডি সূত্রে খবর, সম্প্রতি সারদা তদন্তের আধিকারিকদের বদলি করেছে ইডি। নতুন আধিকারিকরা এসেই কুণাল ঘোষকে ডেকে পাঠালেন।
Post a Comment
Thank You for your important feedback