আউশগ্রামে ২ আদিবাসী কিশোরীকে গণধর্ষণ, ধৃত পাঁচ যুবক

বিধানসভা নির্বাচনের মধ্যেই ফের নারী সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা গেল রাজ্যে। অস্টম শ্রেণীর পড়ুয়া দুই আদিবাসী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল গ্রামেরই কয়েকজন যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিরার বিকেলে পূর্ব বর্ধমানের আউশগ্রামে। পুলিশসূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে ওই দুই কিশোরী খেলা করছিল। তাঁদের বাড়ি পৌঁছে দেবার নাম করে গ্রামেরই ৫ যুবক জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সন্ধ্যার পর ওই দুই নির্যাতিতা বাড়ি না ফেরায় তাঁদের খোঁজ শুরু করেন পরিবার এবং প্রতিবেশীরা। তখনই গ্রামের পাশের জঙ্গলে একটি পুকুর পারে তাঁদের গোঙানির আওয়াজ পায় কয়েকজন। এরপর কোনও রকমে গ্রামে ফিরিয়ে আনা হয়।


দুই কিশোরী জানায় যে গ্রামেরই পাঁচ যুবক তাঁদের ধর্ষণ করে অত্যাচার চালিয়েছে। খবর জানাজানি হতেই এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি দুই নির্যাতিতা কিশোরীকে প্রথমে বননবগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতেই দুই কিশোরীর পরিবার আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দ্রুত পুলিশ তদন্তে নেমে রাতেই তল্লাশি শুরু করে অভিযুক্তদের খোঁজে। সোমবার ভোরের মধ্যেই পাঁচজনকে মানকর থেকে আটক করে পুলিশ। পরে তাঁদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবারই ধৃতদের বর্ধমান আদালতে হাজির করা হবে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post