একুশের ভোটে থাকছে না মিম?

 

বঙ্গে ভোটের মাস দুই আগে গর্জে উঠেছিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি জানিয়েছিলেন,  আসন্ন পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রার্থী দিচ্ছে তাঁর দল। তারপর পীরজাদা আব্বাস সিদ্দিকীর সাথে বৈঠকও করেন আসাদুদ্দিন ওয়াইসি। কথা ছিল, যৌথ উদ্যোগে বাংলার সর্বত্র প্রার্থী দেবেন তাঁরা। কিন্তু পরবর্তী সময়ে পট পরিবর্তিত হয়। পরে আব্বাস সিদ্দিকী হাত মেলান বামেদের সঙ্গে এবং বঙ্গ ভোটে ২৬ আসনে প্রার্থীও দিয়েছেন। ওই প্রার্থী তালিকাতে দেখা যায়, শুধু সংখালঘু নয়, ব্রাহ্মণ প্রার্থীও আছে আইএসএফ-এর। অতএব ওআইসির প্রাথমিক পরিকল্পনায় জল ঢেলে দেয় সিদ্দিকী।


এই মুহূর্তে আব্বাস তাঁর প্রার্থীদের প্রচারের কাজে ব্যস্ত। এই পরিস্থিতিতে এই রাজ্যে সমস্যায় পড়েছে মিম। এই রাজ্যের মিম সভাপতি জামিরুল হাসান সমস্ত বিষয়ে দেখে পদত্যাগ করলেন। তিনি জানাচ্ছেন, হটাৎ করেই ওয়াইসি চুপ করে গিয়েছেন, কারণটাও তাঁর অজানা। সূত্রের খবর, রাজ্যের ভোটে প্রতিদ্বন্দ্বীতা করার কথা ঘোষণা করার পর কেটে গিয়েছে এক সপ্তাহের বেশি, তবুও মিমের দলীয় নেতৃত্ব দিশাহীন। রাজ্যের নেতারা মানসিক প্রস্তুতি নিলেও শীর্ষ নেতৃত্ব কোনও উদ্যোগ নিচ্ছেন না বলেই অভিযোগ। তাই মিমের তরফে রাজ্যের শীর্ষ নেতার পদত্যাগ আরও জটিল করল সমস্যা। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post