'সংযুক্ত মোর্চার' জোট প্রক্রিয়া শেষ হওয়ার পরও কিছু পরিবর্তন হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। একুশের নির্বাচনে রাজ্যের সবারই নজর নন্দীগ্রামের দিকে। হাইভোল্টেজ এই কেন্দ্রের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। প্রশ্ন ছিল জোটের তরফে তৃতীয় প্রার্থী কে হতে পারেন? প্রাথমিকভাবে আব্বাস সিদ্দিকীর দল এই বিধানসভার দাবিদার ছিল। কিন্তু বাম নেতাদের সাথে কথাবার্তা বলার পর জানা গিয়েছে আব্বাস ওখানে প্রার্থী দিচ্ছেন না। পরিবর্তে মালদহের কোনও একটি কেন্দ্র বেছে নিয়েছেন। নন্দীগ্রামে প্রার্থী দিচ্ছে বামেরাই। সূত্রের খবর, বামফ্রন্টের প্রধান শরিক সিপিএম এবার নন্দীগ্রামে প্রার্থী দিতে পারে।
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের শরিক সিপিআই প্রার্থী দিয়েছে এতকাল। এবারে তাঁদেরই কেউ দাঁড়াবেন নাকি সিপিএমের তরফে কেউ দাঁড়াবেন, তা চূড়ান্ত হবে আজ অর্থাৎ সোমবার। পাশাপাশি মেদিনীপুরের এগরা, পিংলা নিয়েও জটিলতা ছিল বাম কংগ্রেসের মধ্যে, আপাতত সেটিও কেটে গিয়েছে। এই দুটি আসনই কংগ্রেসকে ছেড়ে দিয়েছে বিমানবাবুরা। রবিবার কংগ্রেসের প্রাদেশিক স্তরে আলোচনা হয়েছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন দীপা দাশমুন্সিও।
Post a Comment
Thank You for your important feedback