আস্তিনের গোপন কার্ড খেললেন মোদি

এবারে পশ্চিমবঙ্গের জেলা সফর শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেশ কয়েকদিন ধরে দলের নামি নেতারা রাজ্যে এলেও ভিড় হয়নি তেমন। কিন্তু স্ট্রাটেজি বদলে বৃহস্পতিবার প্রচারে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভিড়ও হল সভায়। তথাকথিত মঞ্চ গরম করা ভাষণ না দিয়ে মোদি বক্তব্য রাখলেন উন্নয়ন নিয়েই। পাশাপাশি ব্যঙ্গ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তাঁর সরকারকে। মোদির ভাষণে এমনিই আকর্ষণ থাকে, তাই প্রয়োগ করেন আজ পুরুলিয়াতে। তবে কিছু কঠিন কথাও বললেন আজকের জনসভায়।


মোদি আজ ভাষণে তাঁর ব্রহ্মাস্ত্রটি প্রয়োগ করলেন। তিনি জানালেন ভোটে জিতলে তৃণমূলীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ পরোক্ষভাবে ‘চেতাবনি’ দিলেন নরেন্দ্র মোদি। অবশ্য এ ছাড়া তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান নিয়েও সমালোচনা করলেন প্রধানমন্ত্রী। পাল্টা স্লোগানও বেঁধে দিলেন বিজেপি কর্মীদের জন্য।   


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post