নন্দীগ্রামে বহিরাগতদের ঢুকিয়েছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মঙ্গলবারই নির্বাচন কমিশনে রীতিমতো কয়েকটি বাড়ির ঠিকানা জানিয়েছে অভিযোগপত্র জমা দিয়েছে তৃণমূল। এবার এই অভিযোগের পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলেই নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বকুল মুর্মুর সমর্থনে নয়াগ্রামের খড়িমাথানি এলাকায় এক সভা করেন শুভেন্দু। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী বলেন, ‘পিকে-র টিম বহিরাগত। ওরা বাইরে থেকে লোক ঢোকাচ্ছে’। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি দাবি করেন, তৃণমূল ক্ষমতায় এলে এই রাজ্য বাংলাদেশ হবে। অপরদিকে শুভেন্দুর বাবা সদ্য বিজেপিতে যোগ দেওয়া শিশির অধিকারীও এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। ছেলের সুরেই তিনি বলেন, আমি আগে ওদের বলব পিকে-র ছেলেদের নন্দীগ্রাম থেকে বের করে নিতে। তিনি আরও বলেন, বিজেপিও খোঁজ নিচ্ছে ওরা কোথায় কোথায় রয়েছে।
Post a Comment
Thank You for your important feedback