ডুয়ার্সে দুটি গাড়ির মুখোমুখী সংঘর্ষে মৃত দুই, আহত দুই

 

গতকাল আলিপুরদুয়ার জেলার হাসিমারা ডুয়ার্স ধাবা এলাকায় ভুটানগামী এশিয়ান হাইওয়েতে দুটি গাড়ির মুখোমুখী সংঘর্ষ ঘটে। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারাই গুরুতরভাবে জখম কয়েকজন জনকে উদ্ধার করে স্থানীয় লতাবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যান। সেখানে দু'জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে মৃতদের নাম লাকপা শেরপা ও ওয়াং চু লামা। এছাড়া আহত দুজনকে ইতিমধ্যে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। জানা যাচ্ছে, ঘাতক গাড়িটি নিয়ে চালক এলাকা থেকে পালিয়ে গিয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করছে, এবং গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post