রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্যবোধ মানসিকতায়। মমতার আঘাতের খবর পেয়েই প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের দুই সাংসদ, তথা পিতা-পুত্র শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। বিগত কয়েক মাস ধরেই কাঁথির অধিকারী পরিবারের সঙ্গে শাসকদলের নেতৃত্বের সম্পর্ক অত্যন্ত শীতল। কিন্তু তৃণমূল নেত্রীর চোটের খবর পাওয়ার পরই কাঁথি এবং তমলুকের সাংসদ উদ্বেগ প্রকাশ করলেন। ঘনিষ্ঠ মহলে খোঁজখবরও নিয়েছেন। উল্লেখ্য এই পরিবারের অন্যতম সদস্য শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বর্তমানে নন্দীগ্রামে বিজেপির প্রার্থী। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ। কিন্তু পিতা-পুত্র দুজনে এখনও তৃণমূলেই আছেন। মমতার আঘাতের খবর পেয়ে কোনও মন্তব্য করেননি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মন্তব্য নেই বিজেপির দুই মূল প্রচারক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর।
মমতার আঘাতের খবর পেয়ে অবশ্য মুখ বন্ধ রাখেননি বর্ষীয়ান সাংসদ শিশিরবাবু। তিনি জানালেন, দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর সাথে কাজ করছেন। সঠিক তদন্ত হওয়া উচিত এবং অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া উচিত। পাশাপাশি তমলুকের সাংসদ দিব্যেন্দু জানিয়েছেন, উনি (মমতা) আমার নেত্রী, মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং এই আঘাতের ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হোক। তবে বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবরে সেভাবে প্রতিক্রিয়া না দিলেও বৃহস্পতিবার সকালেই এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান দুই বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এবং তথাগত রায়। দুজনেই উডবার্ন ওয়ার্ডে যান, সেখানে উপস্থিত তৃণমূল নেতাদের কাছ থেকে নেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে হাসপাতাল থেকে বেরিয়ে তাঁরা তৃণমূল নেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।
Post a Comment
Thank You for your important feedback