ইদানিং কালে কোনও ভোট বিজেপির ফল এত খারাপ হয়নি। যা হলো দিল্লি পুরসভার উপনির্বাচনে। মাত্র ৫ টি আসনে ভোট হয়েছিল দিল্লি পুরনিগমে। তাতে বিজেপির ঝুলিতে শূন্য। এই উপনির্বাচনের ফলাফলের দিকে নজর ছিল সমস্ত উত্তর ভারতের। দিল্লির কাছে তিন মাসের কৃষি ধর্নাকে কেন্দ্র করে দিল্লি, উত্তর প্রদেশ এবং হরিয়ানার জনতা ক্ষুব্ধ বলে শোনা গিয়েছিল। যে কেন্দ্রগুলিতে ভোট হয়েছে সেগুলি যথাক্রমে উত্তর দিল্লি পুরসভার 'রোহিনী-সি', পূর্ব দিল্লির ত্রিলোকপুরী, কল্যাণপুরী ও চৌহান বাঙ্গার এবং শালিমার বাগ |
রবিবার এই কেন্দ্রগুলিতে ভোট হয়েছিল। এই কেন্দ্রগুলিতে সারা ভারতের মানুষ বসবাস করেন ফলে একই মিনি ভারতের নির্বাচন বলা যেতে পারে। ৫ টি কেন্দ্রের চারটিতে জিতেছে অরবিন্দ কেজরিওয়ালের আপ। এছাড়া খড়ার বাজারে কংগ্রেস একটি আসন জিতেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় প্রতিটি কেন্দ্রে অনেকটাই ফারাকে বিজেপি পরাজিত হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback