শুক্রবারে তৃণমূল তাদের ২৯১ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে দিল | কিছুক্ষনের মধ্যে বাম চেয়ারম্যান কংগ্রেসকে পাশে বসিয়ে তাঁদের প্রার্থী তালিকার এক বড়ো অংশ প্রকাশ করলেন | কিন্তু দেশের বৃহত্তম দল এখনও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারলো না | সূত্র মারফত জানা গিয়েছে, বেশ কিছু কারণে নরেন্দ্র মোদির ব্রিগেড জনসভার পরই তাঁরা প্রার্থী তালিকা ঘোষণা করবে | কিন্তু প্রশ্ন উঠেছে, প্রথম পর্ব ভোটের মনোনয়ন জমা দেবার শেষ তারিখ ৯ মার্চ, তবে এতো দেরি কেন ? সূত্র জানাচ্ছে এই বিলম্বের যুক্তি আছে | কিন্তু কি সেই যুক্তি? সোম, মঙ্গল, বুধবারে কলকাতায় রাজ্য নেতৃত্বের বৈঠকের পর তালিকা তৈরি করে দিলীপ ঘোষরা চলে যান দিল্লিতে | এরপর দফায় দফায় বৈঠক হয় | প্রথমে শিবপ্রকাশের বাড়িতে বৈঠক হয় পরে সর্ব ভারতীয় সভাপতি নাড্ডার বাড়িতে, যেখানে উপস্থিত ছিলেন অমিত শাহ | এরপর বেশ কিছু আসন নিয়ে ভাবনা বদলানো হয় | পরিশেষে দীনদয়াল উপাধ্যায় মার্গে বৈঠক হয়, শোনা যায় প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন |
এরপরও ধীরে চলো নীতি নিয়েছে বিজেপি নেতৃত্ব | তার অনেক যুক্তি আছে বলে শোনা গেলো | বিজেপি নেতৃত্ব দেখে নিতে চাইছে যে তৃণমূলের টিকিট না পেয়ে কে কে বিদ্রোহী হয়, তাদের নিয়ে ভাবনা| এছাড়া এখনই মোদির সভার আগে তালিকা বের হলে যারা বাদ পড়েছে তারা বিদ্রোহ করে সভায় নাও আসতে পারে | ফলে অনেক যুক্তি দেখি বিজেপি তার অন্দরে দলকে ব্রিগেডের সভায় চাঙ্গা রাখতে চাইছে |
Post a Comment
Thank You for your important feedback