থমথমে নন্দীগ্রাম, প্রচার অন্যত্র

রাত পেরোলেই ভারতের এই মুহূর্তে সবচাইতে আলোচিত স্থান নন্দীগ্রামে ভোট | ভোট প্রচার শেষ, ভোট কর্মীরাও আসতে শুরু করেছে | প্রস্তুতি কাগজের পতাকা দড়িতে লাগিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঝুলিয়ে দেওয়ার | কিন্তু আবহাওয়া থমথমে | যথেষ্ট কেন্দ্রীয় বাহিনী আছে সাথে রাজ্য পুলিশ | নির্বাচন কমিশনারের কড়া নির্দেশিকা বেচাল দেখলেই ব্যবস্থা | শুভেন্দু থেকে মমতা সকলেই এলাকায় | শেষ মুহূর্তের নির্দেশ দেওয়া হচ্ছে | গোষ্ঠী অশান্তি যেন না হয় সে দিকেও নজর রাখা হচ্ছে | নন্দীগ্রাম নিয়ে দক্ষিণবঙ্গে ৩০ কেন্দ্রে ভোট বৃহস্পতিবার |

অন্যদিকে আগামী ৬ এপ্রিল পরবর্তী ভোট কাজেই প্রচার বন্ধ হয় নি | পরবর্তীতে হাওড়া, উত্তরবঙ্গ এবং দক্ষিণ ২৪ পরগনার অনেকগুলি কেন্দ্রে ভোট | আকাশে উড়ছে হেলিকপ্টার উড়ছে টাকা কারণ বিপুল অর্থ খরচ হচ্ছে এবার পশ্চিমবঙ্গের ভোটে, যা কিনা অভূতপূর্ব | আজ রাজ্যে প্রচার করবেন নাড্ডা, স্মৃতি ইরানি,দিলীপ ঘোষ সহ অন্য নেতারা অন্যদিকে তৃণমূলের প্রচারে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক, দেব সহ দলের নেতারা | পাশাপাশি রাজ্য জুড়ে বাড়ছে ভয়াবহ করোনার প্রভাব।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post