লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ



বৃহস্পতিবার বারবেলায় জানা গেলো ভয়াবহ রূপ নিতে চলেছে নব্য করোনা ভাইরাস | এতটাই বাড়বাড়ন্ত এর যে ভারত বিশ্ব রেকর্ড ছুঁতে চলেছে বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং তাদের বিশেষজ্ঞরা | ফেব্রুয়ারিতে ফের আগমন হয়েছিল দ্বিতীয় ঢেউ কিন্তু দ্রুত ছড়িয়ে যাচ্ছে জনমানসে | আগে জানা গিয়েছিলো একের থেকে এক সংক্রমণ ছড়াচ্ছিল এখন দেখতে পাওয়া যাচ্ছে তা একের থেকে অগণিত ছড়াচ্ছে |

বিশ্ব রেকর্ড কেন থাকতেই পারে প্রশ্ন, তার উত্তরে বিশেষজ্ঞরা জানাচ্ছে, ঘন বসতি, জনঅরণ্য, দূরত্বহীন সামাজিকতা ইত্যাদি | ট্রেনে বাসে যে ভাবে পাশাপাশি মানুষ যাতায়াত করছে তা চিন্তার বিষয় | তারা জানাচ্ছে, অন্তত ১০০ দিন এই সমস্যা থাকবে | এর মধ্যে এপ্রিলের শেষ সপ্তাহে বিশ্বের সব থেকে বেশি মানুষ ভারতে আক্রান্ত হবে | নেতারা সব ভোট প্রচারে ব্যস্ত কাজেই দায়িত্ব নেবে কে মানুষকে বোঝাতে | এই বাংলার হাসপাতালগুলোয় আর কয়েকদিন বাদে ভর্তি করা যাবে না রুগিদের |     

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post