মুম্বইয়ের কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন , মৃত ২

 
মুম্বাইয়ের  এক মলের ভিতরের  কোভিড হাসপাতালে  আচমকাই ভয়াবহ  আগুন লাগে । ঘটনাটি বৃহস্পতিবার মধ্যরাতে ঘটে. এরপর ওই হাসপাতালে আগুন লাগার  সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের মোট ২২ টি ইঞ্জিন আসে. এরপর শুক্রবার অর্থাৎ আজ সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা  সম্ভব হয়নি। মুম্বইয়ের ভান্ডুপে ড্রিমস মলের মধ্যে থাকা এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এমনই ৭০-এর বেশি কোভিড রোগী। যদিও আগুন নেভানোর পাশাপাশি ওই কোভিড রোগীদেরকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়।  তবে ওই হাসপাতালে আগুন লাগার জেরে মৃত্যু হয়েছে দুজনের। এরপর ঘটনা স্থলে পুলিশ অফিসার প্রশান্ত কদম জানান,'আগুন লাগায়  দুজনের মৃত্যু হয় । মলের দোতলায় প্রথমে আগুন লাগে।এরপর আগুন ছড়িয়ে পরে'যদিও আগুন লাগার জেরে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনো  স্পষ্টত নয়। গোটা বিষয়টি তদন্ত করা হবে। একেই মহারাষ্ট্রে এখন করোনার  দ্বিতীয় স্ট্রেন চলছে। তারমধ্যে এই কোভিড  হাসপাতালে আগুন লাগায় আতঙ্কের সৃষ্টি হয়।  

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post