দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেল





 

তিন মাস পর ফের সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেল। স্বাস্থ্যমন্ত্রকের দাবি, বিগত তিন মাস পর সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষাধিক হল। গত বছরের ১৭ সেপ্টেম্বর ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ১০ লাখ ১৭ হাজার ৭৫৪ জন। সেটাই এখনও পর্যন্ত সর্বাধিক। এরপর ধীরে ধীরে সংখ্যাটা কমছিল। গত বছরের ২১ ডিসেম্বর ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ৩,৬৩৯ জন। এরপর থেকে দ্রুততার সঙ্গেই কমছিল সংক্রমণ। কিন্তু সম্প্রতি দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ, এটাকে দ্বিতীয় ঢেউ হিসেবে আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই তিনমাসে সংখ্যাটা ফের বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখের বেশি। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজারের কাছাকাছি। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৫ লাখ ৯৯ হাজার ১৩০ জন। ২৪ ঘণ্টায় দেশে ১৯৭ জন প্রাণ হারিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে। ফলে দেশে এখনও পর্যন্ত করোনায় ১ লাখ ৫৯ হাজার ৭৫৫ জনের মৃত্যু হয়েছে। যা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে দিনে দিনে। এরমধ্যেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট অন্যদিকে করোনার মাথাচাড়া। সবমিলিয়ে চিন্তিত চিকিৎসকমহল থেকে শুরু করে স্বাস্থ্য কর্তারা।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post