অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি, ফের উত্তেজনা ভাটপাড়ায়

 

গত লোকসভা ভোটের আগে থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া। এরপর প্রায় তিনমাস ধরে বোমাবাজি, রাজনৈতিক সংঘর্ষ ও খুন-জখম নিয়ে প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে ছিল ভাটপাড়া। বিধানসভা নির্বাচনের আগে ফের বোমাবাজির ঘটনা ঘটল এখানে। এবার খোদ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনেই পড়ল বোমা। বুধবার রাতে ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে অর্জুনের বাড়ির সামনে ৮ থেকে ১০টি বোমা পড়ে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিজেপি সাংসদের দাবি, তিনি বুধবার রাতে বাড়ি ফেরেন প্রচার সেরে। এরপরই তাঁর বাড়ির সামনেই বেশ কয়েকটি বোমা পড়ে। বোমার আওয়াজ শুনেই অর্জুন সিং বাড়ি থেকে বেড়িয়ে ঘটনাস্থলে যান। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। পরে অভিযোগ করেন, তৃণমূলের লোকজনই বোমা মেরেছে। অর্জুনের প্রশ্ন, তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, ফলে তাঁর বাড়ির সামনে সবসময় পুলিশ মোতায়েন থাকে, তার পরও কিভাবে এভাবে বোমাবাজি হল? তিনি আরও বলেন, আমি পুলিশের কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলাম, তাঁরা কোনও উত্তর দিতে পারেনি। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনবেন বলেও তিনি জানিয়েছেন। ঘটনার পর থেকেই ভাটপাড়া পুরসভার ৭, ৮, ৯ নম্বর গলি এলাকা থমথমে। এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চলছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post