সিপিএম নেতা প্রবীর মাহাতোর খুনের ঘটনায় এবার তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে ২দিনের NIA হেফাজতের নির্দেশ দিল আদালত। ৩০ তারিখ তাঁকে ফের আদালতে হাজির করাতে হবে। উল্লেখ্য, রবিবার সকালেই লালগড়ে নিজের বাড়ি থেকে গ্রেফতার হন ছত্রধর মাহাতো। এর কয়েক ঘন্টার মধ্যেই কলকাতার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় ছত্রধরকে। এদিন ছত্রধরের স্ত্রী অভিযোগ করেছেন, গ্রেফতারির পরই এদিন ছত্রধরের উপর শারীরিক নির্যাতন হয়েছে। NIA আধিকারিকদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন তিনি। এই প্রসঙ্গে আদালত বলে, পরবর্তী সুনজনিতে আঘাতের চিহ্ন থাকলে দায়ী থাকবে তদন্তকারীরা। সূত্রের খবর, এনআইএ এদিন তৃণমূল নেতার ১৪ দিনের হেফাজত চেয়েছিল। কিন্তু সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত তাঁকে দুদিনের হেফাজতে পাঠায়। NIA সূত্রের খবর ছত্রধর মাহাতোকে গত ১৬,১৮,২২ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তিনিও তা সত্ত্বেও হাজিরা দেননি। যদিও গত ১৭ তারিখ মুখ্যমন্ত্রীর সভায় হাজির ছিলেন ছত্রধর। এরপর গতকাল প্রথমদফার নির্বাচন ছিল জঙ্গলমহলে। সেখানে তিনি ভোটও দিয়েছেন। আজ ভোরে আচমকাই তাঁকে গ্রেফতার করে এনআইএ।
ছবিঃ টুইটার
West Bengal: TMC leader Chhatradhar Mahato brought to Kolkata's Bankshall Court
— ANI (@ANI) March 28, 2021
Mahato was arrested by National Investigation Agency (NIA), in connection with 2009 murder case of CPI(M) leader Prabir Mahato pic.twitter.com/Vabl2ac2qS
Post a Comment
Thank You for your important feedback