ইস্তফাই দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। মঙ্গলবারই তিনি রাজ্যপাল বেবি রানি মৌর্যর কাছে পদত্যাগপত্র পেশ করেন। বিজেপি শাসিত এই রাজ্যে অন্তর্দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছিল যে সরকার টিকিয়ে রাখাই দায় হয়ে পড়েছিল। সূত্রের খবর, বিধায়কদের একাংশের বিদ্রোহ ঠেকাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য সোমবারই তিনি দিল্লিতে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় সম্পাদক বি এল সন্তোষ। সেখানেই ঠিক হয় ইস্তফা দেবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। সেইমতো মঙ্গলবারই তিনি রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিলেন। প্রসঙ্গত, আগামী বছরই উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। এরমধ্যেই বিজেপি শিবিরে ফাটল স্পষ্ট হয়ে উঠল।
Post a Comment
Thank You for your important feedback