দিল্লির পার্ক থেকে উদ্ধার হল এক বিজেপি নেতার ঝুলন্ত দেহ। জি এস বাওয়া নামে দিল্লির বিজেপি শাখার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। হঠাৎই সোমবার সন্ধেবেলায় ওই দিল্লির পার্ক থেকে পাওয়া যায় তার এই ঝুলন্ত দেহ। পশ্চিম দিল্লির ফতেনগরে ওই বিজেপি নেতার বাড়ি। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে পুলিশ এখনই নিশ্চিত করে কিছু বলেনি। তবে পুলিশ ইতিমধ্যে জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্টের জন্য পুলিশ অপেক্ষা করছে। তবে তার মৃত্যুর আসল সত্যতা খুঁজে বার করা হবে। ঠিক কি কারণে তার মৃত্যু তা তদন্ত করা হবে।
Post a Comment
Thank You for your important feedback