দমদমের তিন প্রার্থী




 

 

দমদম কেন্দ্রের দিকে নজর সবারই থাকে | মূলত উদ্বাস্তু এলাকা ছিল কিন্তু আজ ফ্ল্যাট সংস্কৃতি এসে যাওয়াতে অবাঙালি ভোটারকেও পাওয়া যায় | একসময় বামেদের লাল দুর্গ ছিল কিন্তু সময়ে পাল্টাবার সাথে পাল্টে যায় লাল রং | তৃণমূলের প্রার্থী ব্রাত্য বসু | অদন্ত্য কমিউনিস্ট, একধারে অধ্যাপক, নাট্যকার, সিনেমার পরিচালক ও অভিনেতা | বিস্তর পড়াশুনা ব্রাত্যর | ২০১১ এবং ২০১৬ তে জয়লাভ করেন, প্রথম থেকেই মমতা ঘনিষ্ঠ এই নেতা প্রথম দিন থেকেই ক্যাবিনেট মন্ত্রী | মিশুকে মানুষ কিন্তু সম্প্রতি দলের অন্দরে কিছু বিদ্রোহ দেখা গেলে তাকে আটকাতে হয় | সন্দেহ নেই ব্রাত্য অনেক এগিয়ে খেলছে কিন্তু অন্দরের খবর ঠিক থাকলে তাঁর শান্তি |
এবারেও জোট তথা সিপিএম প্রার্থী পলাশ দাস | ছাত্র রাজনীতি থেকে যুব সবেতেই সংগঠন করেছেন | তাঁর প্রয়াত পিতা দীনেন্দ্র ভূষণ দাসও দলের পুরোনো কর্মী | তিনি দক্ষিণ দমদমের চেয়ারম্যান ছিলেন | শিক্ষিত এবং রুচিবান পরিবার | এবার লড়াই দেবে পলাশ বলে খবর | অনেক তরুণ পথে নেমে কাজ করছে পার্টির হয়ে | তবে পলাশ জানজাভ নয়, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন |
বিজেপির প্রার্থী সদ্য দলে যোগ দিয়েছেন কিন্তু টেলিভিশনের পরিচিত মুখ | তিনিও অধ্যাপক , কিন্তু বেসরকারি কলেজে নাম বিমলশঙ্কর নন্দ | মেদিনীপুরের মানুষ কিন্তু চাকরির খাতিরে দমদম অধিবাসী | মুখ চেনা হলেও পরিচয় নেই বলে পথসভার উপর যে দিচ্ছেন | বিজেপির ডাকা পরিবর্তনের ভরসাকে কেন্দ্র করে প্রচারে নন্দবাবু |   

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post