আজ অর্থাৎ বুধবারই জিজ্ঞাসাবাদ করা হতে পারে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে। সারদা চিটফান্ড তদন্তের স্বার্থে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি-র গোয়েন্দারা তলব করেছে ইস্টবেঙ্গল কর্তাকে। সূত্রের খবর, বুধবার তাঁকে ডাকা হয়েছে সল্টলেক সিজিও কমপেক্সে। যদিও দেবব্রত সরকারের দাবি, তাঁকে ডাকা হয়নি, কিছু প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে পাঠিয়েছে ইডি। সেগুলি অন্য কারোর হাত দিয়ে পাঠিয়ে দিলেও হবে।
অতীতে সারদা কর্তা সুদীপ্ত সেনের থেকে ইস্টবেঙ্গল ক্লাব স্পন্সরশীপ বাবদ চার কোটি টাকা নিয়েছিল। এই নিয়ে এর আগেও দেবব্রত সরকারকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হন। এবার ইডি-গোয়েন্দারা ফের একবার তলব করলেন শতবর্ষে পড়া ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষস্থানীয় কর্তাকে। যদিও রোজভ্যালি কাণ্ডেও নাম জড়িয়েছে ইস্টবেঙ্গলের। ক্লাবের হিসাবরক্ষককে তলব করে দুটি চিঠিও পাঠিয়েছে আরেক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সবমিলিয়ে শততম বর্ষে প্রবল চাপে ইস্টবেঙ্গল।
Post a Comment
Thank You for your important feedback