গরু ও কয়লা পাচারকাণ্ডে এবার গ্রেফতার হলেন অভিষেক ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার ভাই। বিকাশ মিশ্র নামে ওই ব্যক্তিকে দিল্লি লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। তিনি তৃণমূল নেতা বিনয় মিশ্রের নেতা বিনয় মিশ্রের ভাই। সূত্রের খবর, তাঁকে ইতিমধ্যেই দিল্লির বিশেষ আদালতে হাজির করে ৬ দিনের হেফাজত পেয়েছে ইডি। তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। উল্লেখ্য, কয়লা ও গরু পাচারে যুক্ত সন্দেহে দীর্ঘদিন ধরেই অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা বিনয় মিশ্রকে খুঁজছে ইডি এবং সিবিআই গোয়েন্দারা। বিনয় ফেরার রয়েছেন। কিন্তু বিকাশকে ইতিমধ্যেই দু’বার জেরা করেছে সিবিআই। তার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন বিকাশ। বিশেষ সূত্রে খবর পেয়ে দিল্লির বসন্ত বিহার এলাকা থেকে মঙ্গলবার গ্রেফাতার করা হল বিকাশকে। সে এই পাচারকাণ্ডে লিঙ্কম্যান হিসেবেই কাজ করছিল। অপরদিকে, কয়লা পাচারে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা ফেরার। তাঁর বিরুদ্ধেও লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। সূত্রের খবর, বিকাশের মাধ্যমেই লালা এবং বিনয়য়ের হদিশ পেতে চাইছেন ইডি এবং সিবিআই গোয়েন্দারা।
Post a Comment
Thank You for your important feedback