দুদিন ধরেই মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন মহারাষ্ট্র পুলিশের বিশেষ বাহিনী। অবশেষে এল সাফল্য। সোমবার মহারাষ্ট্রে গড়চিরৌলীর জঙ্গলে পুলিশের গুলিতে মৃত্যু হল ৫ মাওবাদীর। ওই মাওবাদী দলের মধ্যে ২জন মহিলাও ছিলেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, গড়চিরৌলীতে মাওবাদীদের একটি ২৫ জনের দল লুকিয়ে রয়েছে বলে খবর পায় মহারাষ্ট্র পুলিশের বিশেষ বাহিনী। গোপন তথ্যের ভিত্তিতেই এই অপারেশন চালানোর সিদ্ধান্ত হয়। ডিআইজি সন্দীপ পাটিল জানিয়েছেন, মহারাষ্ট্র পুলিশের সি৬০ নামে বিশেষ পুলিশ বাহিনী এই অভিযান চালায়। গত দুদিন ধরে জঙ্গলে চিরুনী তল্লাশী চালানোর পর সোমবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় গুলির লড়াই। এরপর বেলার দিকে অভিযান শেষ হয়। দুই মহিলা সহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনুমান বাকিরা পালিয়ে গিয়েছে। ওই জঙ্গল থেকে একটি ৩০৩ রাইফেল, কার্তুজ, ৩টি প্রেসার কুকার বোমা, প্রচুর বিস্ফোরক, বৈদ্যুতিক তারের বান্ডিল, কয়েকটি সোলার প্লেট এবং প্রচুর পরিমানের দৈনন্দিন ব্যবহারযোগ্য ওষুধ উদ্ধার হয়েছে। এই অভিযানে সামিল ছিলেন সি৬০ বাহিনীর ২৫০ জন সদস্য।
Post a Comment
Thank You for your important feedback