বৈদ্যুতিন তারে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলেই ফরেন্সিক বিশেষজ্ঞদের প্রাথমিক তদন্তে উঠে আসছে। পূর্ব রেলের সদর দফতর নিউ কয়লাঘাটা বিল্ডিংয়ের ১৩ তলায় সোমবার সন্ধ্যায় আগুন লাগে। মুহূর্তে আগুন ভয়াবহ আকার নেয়। দ্রুতই ছড়িয়ে পড়ে অন্যান্য তলায়। অাগুন নেভাতে গিয়ে মৃত্যু হয়েছে ৪ দমকলকর্মী, কলকাতা পুলিশের এক এএসআই এবং একজন আরপিএফ জওয়ান। পাশাপাশি মারা গিয়েছেন চার রেলকর্মীও। মঙ্গলবার দুপুরেই ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল। সেখান থেকে তাঁরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। পাশাপাশি দীর্ঘক্ষণ নিউ কয়লাঘাটা ভবনের ১৩ তলা পর্যবেক্ষণ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
প্রাথমিক তদন্তের পর তাঁরা জানান, ১৩ তলায় ক্ষতিগ্রস্থ বিদ্যুতের তার এবং ২টি পুড়ে যাওয়া কম্পিউটার সার্ভার মিলেছে। এর থেকে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। সেখানে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলি পোড়া তার পাওয়া গিয়েছে, ছেঁড়া পোশাক এবং ম্যানিব্যাগের টুকরো পেয়েছে ফরেসন্সিক বিশেষজ্ঞরা। যদিও সংগৃহীত নমুনা পরীক্ষা করেই চুরান্ত সিদ্ধান্তে আসা যাবে বলেও জানিয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। যদিও ৩০৪ ধারায় গাফিলতির মামলা দায়ের করা হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback