একেই বলে স্বপ্নের অভিষেক। রবিবার ভারতের হয়ে টি-২০ ম্যাচে অভিষেক হল তরুণ ওপেনার ঈশান কিষানের। আর শুরুতেই নিজের জাত চেনাল এই সম্ভাবনাময় ব্যাটসম্যান। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ঈশান শুধু ভারতকে জেতালেনই না, বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। এদিন প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তুলেছিল ১৬৪ রান, আহমেদাবাদে যা তাড়া করা খুবই কঠিন বলেই ধারণা ছিল ক্রিকেট মহলে। ইংরেজদের মধ্যে জেসন রয় ৪৬ এবং ইয়ন মর্গ্যান ২৮ রান করেন। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুর দুটি করে উইকেট পেয়েছেন।
These two superstars stole the show 🔥💥 Welcome to international cricket, Ishhuuu 😘 @imVkohli @ishankishan51 @BCCI pic.twitter.com/r9W4Apx6F8
— hardik pandya (@hardikpandya7) March 14, 2021
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে লোকেশ রাহুল প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু অধিনায়ক কোহলিকে পাশে নিয়ে লড়াকু ইনিংস খেললেন তরুণ ওপেনার ব্যাটসম্যান ঈশান কিষান। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই প্রতিভাবান ব্যাটসম্যান পালটা আক্রমণ করলেন ইংরেজ বোলারদের। ৩২ বলে ৫৬ রানের ঝকঝকে ইনিংস খেলে ভারতের জয়ের ভিত্তি গড়ে দিলেন। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারিতে। অপরদিকে অধিনায়ক বিরাট কোহলিও দারুন ইনিংস খেললেন এদিন। ৪৯ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস উপহার দিলেন ক্রিকেটপ্রেমীদের। ভারত জিতল সাত উইকেটে, সিরিজে সমতাও ফেরাল।
إرسال تعليق
Thank You for your important feedback