দেশের সমস্ত রেল স্টেশনে প্লাটফর্ম টিকিটের দাম বাড়ানো হল। একলাফে দাম বেড়ে হল ৩০ টাকা। এতদিন প্ল্যাটফর্ম টিকিটের দাম ছিল ১০ টাকা। ফলে একলাফে তিনগুণ দাম বৃদ্ধির সিদ্ধান্ত ভারতীয় রেলের। কেন এতটা বাড়ানো হল প্ল্যাটফর্ম টিকিটের দাম? রেলের যুক্তি, করোনা পরিস্তিতির কথা মাথায় রেখে যাতে রেল স্টেশন এবং প্লাটফর্ম চত্বরে জমায়েত কম হয় তাই এই সিদ্ধান্ত। একমাত্র বিশেষ প্রয়োজন ছাড়া যাতে কেউ প্লাটফর্মে ভিড় না বাড়ায় সেই দিকটা নজর রাখা হবে। স্বল্পদূরত্বের যাত্রীবাহী ট্রেনের ভাড়া বেশকয়েকদিন আগে বাড়ানো হয়েছিল। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রেলমন্ত্রকের এই সিদ্ধান্ত। উল্লেখ্য, মুম্বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে ৫০ টাকা করে দিয়েছিল রেল। এবার দেশের সমস্ত প্রান্তেই এই দাম বাড়ানো হল।
Post a Comment
Thank You for your important feedback