প্রথম দুই পর্বে ভোট হবে জঙ্গলমহল নামক এলাকায় | আসলে জঙ্গলমহল বলে কোনও কেন্দ্র নেই | এই এলাকা বলতে বোঝায় পশ্চিম মেদিনীপুরের বেশ বড় অঞ্চল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার অঞ্চল বিশেষ | জঙ্গলমহল দীর্ঘদিন বামেদের ভোট দিয়ে এসেছে | এমনকি ২০০৯ এ যখন মমতার উত্থান হয় তখনও এই অঞ্চলের ৬ টি লোকসভা কেন্দ্রে বামেরাই জিতেছিল কিন্তু ধীরে ধীরে তাদের ভোট পেতে শুরু করে তৃণমূল | কিন্তু আবার ২০১৯ এর লোকসভায় ওই ৬ টি কেন্দ্রের দেবের কেন্দ্র বাদে ৫ টি আসন যেতে বিজেপি |
এবারের বিধানসভার আঙ্গিক আলাদা | জঙ্গলমহল চায় কি মস্ত বড় প্রশ্ন | যদিও মমতার সভায় ভিড় হচ্ছে বিপুল কিন্তু বিজেপির বক্তব্য বাইরে থেকে লোক এনে ভিড় করানো হচ্ছে | কিন্তু সেই ভিড় বিজেপি করাতে পারছে না কেন? একমাত্র দলের মুখ নরেন্দ্র মোদির সভায় ভিড় হয়েছিল | এখন তিন দলেরই টার্গেট এই অঞ্চলের ভোট | বামেরা অবশ্য নীরবে ঘরে ঘরে গিয়ে প্রচার চালাচ্ছেন | তারা আশাবাদী |
Post a Comment
Thank You for your important feedback