লেখক মুস্তাকের মৃত্যুর প্রতিবাদে ঢাকার রাজপথে বাম ছাত্র যুবরা

  

ফের  উত্তাল বাংলাদেশ। সেদেশের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সোমবার ঢাকার রাজপথে নেমেছেন বামপন্থী ছাত্র যুবরা। এদিন দুপুর ১২টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করে বাম সংগঠনগুলি। তাঁদের দাবি, অবিলম্বে বাতিল করতে হবে ডিজিটাল নিরাপত্তা আইন। সঙ্গে পুলিশি হেফাজতে থাকা সাতজন বামপন্থী যুব সদস্যদেরও দ্রুত মুক্তি দিতে হবে। পাশাপাশি তাঁদের দাবি, কিভাবে জেলে থাকাকালীন লেখক মুশতাক আহমেদের মৃত্যু হল, তারও সত্য উদঘাটন করতে হবে পুলিশকে। উল্লেখ্য শুক্রবার সন্ধ্যাতেও মশাল মিছিল বের করেছিল ছাত্রছাত্রীরা।

ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছিল লেখক মুস্তাক আহমেদকে। বাংলাদেশে কারাবন্দি অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বামপন্থী ছাত্র যুবরা। গত শুক্রবারও এর প্রতিবাদে রাস্তায় নামেন তাঁরা। ‘কলম চলবে, গণতন্ত্র চাই’-এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকার রাজপথ। সে সময়ে বিক্ষোভকারীদের হটাতে গিয়ে তাঁদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। সে সময়েই বাংলাদেশ পুলিশ সাতজন বামপন্থী ছাত্র যুবদের গ্রেফতার করেছিল। তাঁদেরই মুক্তির দাবিতে সোমবার ফের ঢাকার রাজপথ উত্তাল হল। অপরদিকে নিহত লেখকের পরিবারের দাবি, রাষ্ট্রের বিরুদ্ধে লেখার জন্যই তাঁকে জেলে খুন হতে হয়েছে।



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post